শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে ফ্রি চিকিৎসা ক্যাম্প গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বিজয়’৭১ এর সভাপতি নাট্যজন সজল চৌধুরী। সংগঠনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও মৃণাল কান্তি দাশের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন শিক্ষিকা নীলা বোস।
ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. এস কে পাল সুজন, ডা. কানু দাশ, ডা. শফিউল বশর, ডা. শিমুল কান্তি সেন, ডা. উজ্জ্বল দাশ, ডা. বেলাল হোসেন উদয়ন, ডা. এস এম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন আরাফাত রহমান কচি, মিলন কান্তি দেবনাথ, ডা. শান্তা দাশ প্রমুখ।
Discussion about this post