শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী ডিন ও একই বিভাগের অধ্যাপক ড. রুমেল আহমেদের স্থলাভিষিক্ত হন।
সদ্য নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালের ৮ মার্চ শাবিপ্রবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
এর আগে ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে রিমোট সেন্সিং অ্যান্ড স্পেশিয়াল অ্যানালাইসিসের ওপর পিএইচডি সম্পন্ন করেন।
এছাড়াও স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে তার ২০টির অধিক রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে৷ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষা জীবনে একাধিক অ্যাওয়ার্ড ও স্বীকৃতি পেয়েছেন তিনি।
Discussion about this post