নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন সকল কলেজগুলোতে এ পরীক্ষা শুরু হয়। এর আগে দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সকল ধরনের পরীক্ষা স্থগিত ছিল।
প্রায় আড়াই বছর পর শুরু হয়েছে ২০১৭-২০১৮ সেশনের এ পরীক্ষা। পরীক্ষা চলবে এপ্রিল মাসের ৪ তারিখ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এ পরীক্ষায়।
করোনাকালীন সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন উদ্যোগ নেয়া হয়নি।
যার কারণে দীর্ঘকালীন সেশনজটে আটকে থাকা শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছে। ৬-৭ বছরেও স্নাতক শেষ করতে পারছে না শিক্ষার্থীরা। তবে এবার হয়তো সেই সমস্যার অবসান হবে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্ট জনেরা।
Discussion about this post