নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে, আজ রবিবার ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তির এই (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
তাছাড়া, আগামীকাল সোমবার থেকে এই তালিকায় থাকা ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোডও বিশ্ববিদ্যালয় ভর্তির (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইট থেকে করা যাবে।
বিইউপি সূত্রে জানা গেছে, আগামী ১১ মার্চ বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১২ মার্চ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Discussion about this post