শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) মেধাবৃত্তি ২০২০ এর জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) ৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।অনার্সে অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তারা মনোনীত হয়েছেন।
গতকাল (৬ মার্চ)এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর হতে জানা যায়। ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
এরা হলেন-বিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের কামরুন নাহার,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইইই বিভাগের লুতফুন নাহার, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বিবিএ বিভাগের মোসাররাহ চৌধুরী,সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা।
বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেকেই ১ বছরের মেধাবৃত্তি বাবদ নগদ ২৬ হাজার টাকা পাবেন।এছাড়াও ইউজিসি মেধাবৃত্তির সব ছাত্র/ছাত্রী বৃত্তি ভোগের সঙ্গে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) মেধাবৃত্তি প্রোগ্রামের আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেক অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ/নম্বরের ভিত্তিতে একজন করে মেধাবৃত্তির জন্য মনোনয়ন প্রদানের জন্য আবেদন আহ্বান করেছিল।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নোবিপ্রবির এই চারজন মেধাবৃত্তির জন্য নির্বাচিত হন।
Discussion about this post