শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ ল্যাবরেটরি (বিইপিআরএল) স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সঙ্গে বুয়েটের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রোববার( ৬ মার্চ) রমনায় বিইপিআরসির কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য ড. মুহাম্মদ আলমগীর।
এ সময় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার ল্যাব স্থাপনের কার্যকারিতার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইপিআরসির চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার।
সমঝোতা স্মারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বিইপিআরসির চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
গবেষণাগারটি প্রাথমিকভাবে বুয়েটে স্থাপন করা হবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে এর ফুটপ্রিন্ট স্থাপন করা হবে।
বিইপিআরএল স্থাপিত হলে এর মাধ্যমে যে উদ্দেশ্যগুলো অর্জন করা যাবে তা হলো-
গবেষণাগারটি একটি কেন্দ্রীয় রিসোর্স হাব হিসেবে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, ছাত্র এবং উদ্যোক্তাদের প্রবেশাধিকার নিশ্চিত করা; স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে প্রায়োগিক ও উদ্ভাবনী গবেষণা সংশ্লিষ্ট যোগসূত্র স্থাপনকে পৃষ্ঠপোষকতা করা; একাডেমিক গবেষণা এবং শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের চাহিদার মধ্যে সমন্বয় সাধনের নিমিত্তে সময়ে সময়ে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ডাটা সংরক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ডাটা শেয়ার করার জন্য একটি ডাটা রিপোজিটরি স্থাপন করা এবং এসডিজি লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সমস্যাসমূহের দেশীয় ও টেকসই সমাধান উদ্ভাবন করা।
Discussion about this post