নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে উচ্চারিত ৭ই মার্চের ভাষণে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা।জাতির জনক বঙ্গবন্ধু অঙ্গুলি হেলনে ৭ই মার্চের ভাষণে উত্তাল হয়ে ওঠে ঢাকার রেসকোর্স ময়দান। জনপ্রিয় নেতার মহাকাব্যিক ভাষণে উজ্জীবিত হয়ে ওঠে এদেশেরে কৃষক-শ্রমিক-জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের সেই ভাষণে শোষিত-ঞ্চিত বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার দিকনির্দেশনা।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সেই ঐতিহাসিক ৭ই মার্চ।
এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপউপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে প্রচার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post