শিক্ষার আলো ডেস্ক
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উইমেন্স ফোরাম একটি আলোচনা সভার আয়োজন করে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, নেটওয়ার্ক ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এনআরটি) নির্বাহী পরিচালক সানাইয়া ফাহিম আনসারী, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আগামীর পৃথিবী যদি সমৃদ্ধ দেখতে চাই, তবে অবশ্যই আমাদের জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর না হলে কখনই টেকসই উন্নয়ন হবে না। এ সময় তিনি নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, বাংলাদেশে সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে।
তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ আজ অনেকটাই নারী ক্ষমতায়নের পথে এগিয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, বিচার বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণ বেড়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে নারীর উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। জাতির সামগ্রিক উন্নয়নে এই চর্চা আরও বাড়াতে হবে।
Discussion about this post