নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের দাখিল পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে। ঢাকা অঞ্চলের জেলাগুলোতে ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং সকল আঞ্চলিক কার্যালয় থেকে ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিতরণ করা হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) প্রকাশিত অফিস আদেশে বলা হয়, নির্ধারিত দিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে সিডিউল অনুযায়ী বিতরণ করা হবে।
অফিস আদেশে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধান নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে নির্ধারিত তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও আঞ্চলিক কার্যালয় থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করবেন। সুপার/অধ্যক্ষ নিজের বা তার পাঠানো প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতির প্রতিস্বাক্ষরিত আবেদনপত্র অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে না। প্রতিনিধির মাধ্যম অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অবশ্যই প্রতিনিধির স্বাক্ষর সত্যায়ন করে আনতে হবে। অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নেওয়ার পর কোনও প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে, সাত দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post