শিক্ষার আলো ডেস্ক
২০২১ সালে আন্তর্জাতিকভাবে বিশেষ কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করলো বুয়েট কর্তৃপক্ষ।
সম্প্রতি অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর আয়োজনে অনুষ্ঠানে চারটি দলের ৩০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের তত্ত্বাবধান করার জন্য চারজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রহমানের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-২০২১ পশ্চিম এশিয়া অঞ্চলে চ্যাম্পিয়ন হয় বুয়েট। ড. মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে আই-ইইই ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ-২০২১; ড. জুবায়ের ইবনে আউয়ালের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ফেরি অ্যাসেসিয়েশন স্টুডেন্ট ডিজাইন প্রতিযোগিতা-২০২১ ও প্রফেসর ড. মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল প্ল্যানেটারি এরিয়াল সিসটেম চ্যালেঞ্জ-২০২১-এ পুরস্কার লাভ করে বুয়েট শিক্ষার্থীদের দল।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে জানিয়ে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রণোদনা ফাণ্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি অবদান রাখতে পারে সেজন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস, আলাদা তহবিল গঠন, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য রিচার্স অ্যান্ড ইনোভেশন ল্যাব এবং শিক্ষার্র্থীদের যাতে টিউশনি করে সময় নষ্ট না করতে হয় সেজন্য অন ক্যাম্পস জব চালু করার উদ্যোগ নেওয়া হবে।’
Discussion about this post