নিজস্ব প্রতিবেদক
বুধবার (১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা আমজাদের মোড়ের এক ছাত্রাবাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আহত হয়েছেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও মুচড়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
বলেন, ‘ রাজশাহী মেডিকেল কলেজে রক্তাক্ত অবস্থায় আমার বন্ধু ভর্তি আছে। এভাবে আর কত রক্ত আমাদের দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ না। হামলাকারীরা আজকের ভেতর গ্রেফতার না হলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে যাবে। প্রশাসনকে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করুন। নাফির চিকিৎসার জন্য সব ব্যয় প্রশাসনকে গ্রহণ করতে হবে। একইসঙ্গে দোষীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’
আন্দোলন চলাকালে সেখানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ নকীবসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আন্দোলন এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত হয়ে শিক্ষার্থী আশ্বস্ত করে বলেন, গতকাল বিনোদপুর একালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে যে অনাকাঙ্ক্ষিত আক্রমণ হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা গতকাল রাতে খবর পাওয়ার পর থেকেই তার সুচিকিৎসার জন্য যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছি। আহত এই শিক্ষার্থীর যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয়ের। আমরা আমাদের সর্বোচ্চ কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া তার সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছি।
অপরাধীদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে ছাত্রাবাসের মালিককে পুলিশ কাস্টডিতে নেয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা আটক হবে বলে আশ্বস্ত করলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
সাফফাত নাঈম নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
Discussion about this post