নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ক্লাস ২১ মার্চ থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী বলেন, সভায় ভর্তি কার্যক্রম শেষে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নবীন বরণ অনুষ্ঠান শেষে আগামী ২১ থেকে এসব শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ‘বি’ ইউনিটের বিজ্ঞানের আওতাধীন অর্থনীতি বিভাগে ২৩টি আসন এখনো শূণ্য রয়েছে।
Discussion about this post