শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়নে লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন নির্মাণে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫৮ কোটি ৬৪ লাখ ১২ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় তৃতীয় তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পূর্ত কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে ১১৯ কোটি ৩৬ লাখ ১ হাজার ৩৬১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় ষষ্ঠতলা বিশিষ্ট একটি লাইব্রেরি ভবন নির্মাণ পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি যৌথভাবে করবে জয়েন্ট ভেঞ্চার মাহেন্দ্র বেসিন পাওয়ার লিমিটেড (এমবিপিএল) এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেড (এটিসিএল)। এতে ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৭৮৬ টাকা।
এছাড়া একই প্রকল্পের আওতায় একটি দশতলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি যৌথভাবে করবে ঠিকাদারি প্রতিষ্ঠান এমজেসিএল ও এমএনএইচসিএল। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৮৬৩ টাকা।
Discussion about this post