শিক্ষার আলো ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) সহযোগিতায় এআইইউবি ক্যাম্পাসে দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ-২০২২) শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) এআইইউবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় ১০-১২ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী চলবে আন্তর্জাতিক সম্মেলনটি।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন ও প্রোগ্রাম চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান।
তিন দিনব্যাপি এ কনফারেন্সে একসঙ্গে বিভিন্ন সেশন আয়োজন করা হয়েছে যেন বিশেষজ্ঞ ও গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন। এ সেশনগুলোতে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন এলগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ পরিবেশন করা হবে।
১২ মার্চ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ। সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান।
Discussion about this post