নিজস্ব প্রতিবেদক
দেশবরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে দেশে প্রথমবারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘১ম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন – ২০২২’।
উক্ত সম্মেলনটি আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল এন্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি।গতকাল ৯ মার্চ ( বৃহস্পতিবার ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, সম্মেলনের আহবায়ক জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল এন্ড ফিজিক্যাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং সম্মেলনের সদস্য-সচিব এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের মুখ্য ব্যবস্থাপক ও সিইউআরএইচএস এর মডারেটর ড. আদনান মান্নান। সম্মেলনের বিভিন্ন পর্ব সমন্বয়কদের মধ্যে আছেন সিইউআরএইচএস এর ফ্যাকাল্টি মডারেটর আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দিন, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আফতাব উদ্দীন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলি, ড. সুমন বড়ুয়া এবং সিইউআরএইচএস এর সহযোগী মডারেটর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর আহম্মদ রনি। এছাড়াও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা, সিইউআরএইচএস এর সহ-সভাপতি ইকবাল হোসাইন নাফিজ, সম্পাদক আতকিয়া সুবাত ও মুনতাসির মাহমুদ।
উল্লেখ্য দেশে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের এই সম্মেলন। “সমৃদ্ধ আগামীর পথে তরুণ প্রজন্ম” এই প্রতিপাদ্যে আগামী ২১শে মে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দুই শতাধিক তরুণ গবেষকের উপস্থিতি আশা করা হচ্ছে। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও রসায়ন, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান ও মানববিদ্যা, বাণিজ্য – এই ছয় শাখায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকবৃন্দ অংশ নেবেন।
Discussion about this post