নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৩২৭ জন সদস্য রেজিস্ট্রেশন করেছেন।
মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শতশিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করবেন।
এ পর্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মো. মতিউল ইসলাম। অ্যালামনাইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন সংগঠনের সাবেক সভাপতি কাজী রকীবউদ্দীন আহমেদ, শতবর্ষ উদউদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যালামনাইয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ার-উল-আলম চৌধুরী ও সহসভাপতি শাইখ সিরাজ।
শতবর্ষ উদযাপনের পর দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হবে ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, লেখক ও রাজনীতিক ইনাম আহমদ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক হামিদা আখতার বেগম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ।
বেলা সাড়ে ৩টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের শত গুণীজন সম্মাননা (মরণোত্তর)’ শীর্ষক অনুষ্ঠান হবে। এতে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হবে। বিকাল ৪টায় ‘অ্যালমা মেটারের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠান। এটি শেষে বৈকালিক আপ্যায়নের পর বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Discussion about this post