শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত হিমেলের দাফন সম্পন্নের পর শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের ভাঙা রাস্তাগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের পাশের রাস্তা, চারুকলা ভবনের দিকে যাওয়ার রাস্তা, মাদার বখশ হলের সামনের রাস্তা, লতিফ হলের পাশের রাস্তা, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের পেছনের রাস্তাসহ ক্যাম্পাসের আরও কিছু ভাঙা রাস্তার সংস্কার কাজ চলছে। এই রাস্তাগুলোর কাজ শেষে বাকি থাকা ভাঙা রাস্তাগুলোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদপ্তর।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, হবিবুর রহমান হলের সামনে ২০তলা বিজ্ঞান ভবনের কাজ নির্মাণাধীন থাকায় শামসুজ্জোহা হল থেকে শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তাটি অস্থায়ীভাবে করা হচ্ছে। ভবন নির্মাণ হয়ে গেলে রাস্তাটি স্থায়ীভাবে করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য রাস্তাগুলো স্থায়ীভাবে করা হচ্ছে।
উপাচার্যের এহেন তড়িৎ পদক্ষেপে ক্যাম্পাসের সকল স্তরের শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এতে হিমেলের আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন অনেকে।
Discussion about this post