নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে কতটি আসন শূণ্য আছে আছে তা আগামী ১৬ মার্চ এরমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এসব তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব ভর্তিচ্ছু সাত কলেজে ভর্তি হতে আগ্রহী; কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেনি তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। এরমমধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, কলেজগুলো আগামী ১৬ মার্চ ভর্তি হওয়া শিক্ষার্থী ও শূণ্য আসনের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাঠাবে। এরপর বিশেষ বিবেচনায় আগামী ২০ মার্চ বিশেষ বিবেচনায় আরও একটি মেধাতালিকা দেয়া হবে। এটিই চূড়ান্ত তালিকা বলে গণ্য হবে।
এর আগে গত ০৬ মার্চ থেকে সাত কলেজের শূন্য আসনে বিশেষ মাইগ্রেনে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।
এদিকে, শূণ্য আসনে ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনে রয়েছেন ভর্তিচ্ছুদের একাংশ। তারা বলছেন, আমাদের দাবি, শূণ্য থাকা তিন হাজার আসন পূরণ করতে হবে। অর্থাৎ মোট ৪ হাজার ৭০০-এর মতো আসন পূরণ করতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত এখনও জানায়নি।
Discussion about this post