শিক্ষার আলো ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী সংগীত বিভাগের সাগর চন্দ্র দে নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষার্থী।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘দোষীদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন করছি। সাম্প্রতিক সময়ের ঘটনায় প্রশাসনের যে বিচার দেখলাম, তা খুবই দুঃখজনক। এ জন্য স্থায়ী বহিষ্কার করলে পরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আর সাগর চন্দ্রের সব চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।’
আন্দোলনকারীরা আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু বিচার না করবে, আমরা এখানেই অবস্থান করব। আর কোনো রকম ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করব না।’ সকাল থেকেই কলা অনুষদের সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, ‘স্থায়ীভাবে বহিষ্কার করা যায় না। আইনগতভাবে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। তা ছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।’
জানা যায়, অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের সাগর চন্দ দে কে ডেকে নিয়ে যায় চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। পরিচয় পর্বের নামে ডেকে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন সাগরের সহপাঠীরা। এতে সাগর মাথা, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে, তার দাঁতও ভেঙে গেছে।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অগ্নিবীণা হল প্রশাসন। ইরফান আজিজকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব হীরক মুশফিক ও সদস্য মো. আলিম। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হলের প্রাধ্যক্ষ কল্যাণাংশু নাহা।
Discussion about this post