নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ৩য় আন্তর্জাতিক গণিত দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ মার্চ) সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস ছামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল প্রতিযোগিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জীবন গড়ার ক্ষেত্রে গণিতকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যেখানে গণিতের ব্যবহার নেই। এই প্রতিযোগিতা গণিত শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। উপস্থাপনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি মনোজ্ঞ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে সকাল ১০:৩০-১১:৩০মিনিটে শিক্ষার্থীদের (৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত) ‘‘গণিত প্রতিযোগিতা” এর আয়োজন করা হয়। এতে ৩টি গ্রুপে অনলাইনে বাছাইকৃতরা ১৪-০৩-২০২২ তারিখ এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতি গ্রুপে ১০ জন করে ৩০ জন শিক্ষার্থীকে সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে Mathematics Unites বিষয়ের উপরে ৩ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন গণিত বিভাগ, বুয়েটের প্রফেসর প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার। প্রবন্ধ ৩টি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ হুমায়ুন কবীর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. কে এম আরিফুল কবীর।
দুপুর ১ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত Mr. ITO Naoki উপস্থিত থেকে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। রাষ্ট্রদূত মি. ইতো নাওকি বলেন, বর্তমান বিশ্বে সকল দেশেই গণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদেশে শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের মাঝে গণিতকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ গণিত সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সাহিত্য শিক্ষার প্রসার, দুই দেশের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা পরিচালনায় জাপান সরকারের সার্বিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সামাদ এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুস ছামাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ড. মো. শহীদুল ইসলাম।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে র্যালিতে অংশ নেন।
Discussion about this post