শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুরিকাহত শিক্ষার্থী সাফফাত নায়েম নাফীর চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
গত রোববার (১৩ মার্চ) বিকেলে উপাচার্য ভবন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এম মজিবুর রহমানের কাছে ওই টাকার চেক হস্তান্তর করেন। এসময় তিনি নাফীর দ্রুত সুস্থতা কামনা করেন।
চেক হস্তান্তরকালে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও ড. মনিরা জান্নাতুল কোবরা উপস্থিত ছিলেন।
বুধবার (৯ মার্চ) রাত প্রায় ১২টায় রাবি ক্যাম্পাস সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাসে ছুরিকাহত হন নাফী। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
Discussion about this post