নিজস্ব প্রতিবেদক
আইসিটি বিষয়ের প্রার্থীদের মামলার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু করা হবে না বলে জানা গেছে।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিটি বিষয়ের সনদধারীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের মতামত আদালতের কাছে জমা দিয়েছেন তারা। তবে আদালতে এখনো এই বিষয়ের শুনানি অনুষ্ঠিত হয়নি। চলতি মাসে এ সংক্রান্ত শুনানি হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে চায় না এনটিআরসিএ।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবাইদুর রহমান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হলে শূন্য পদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না। সেজন্য চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হবে। তবুও আমরা মৌখিকভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছি।বিশেষ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তিরই অবশিষ্ট অংশ। ফলে একটি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না করে আরেকটি শুরু করা সম্ভব হবে না। আইসিটি বিষয়ের প্রার্থীদের মামলার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। মামলা নিষ্পত্তির পর দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
Discussion about this post