নিজস্ব প্রতিবেদক
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কর্তৃক স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগ ।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ই মার্চ) দুপুরে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থাপত্য বিভাগ পরিবার।
এ সময় পুরকৌশল অনুষদের ডিন ও সাবেক স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান জনাব কানু কুমার দাশসহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার (১৪ই মার্চ) বিকেলে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ’র প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বির হোসেন, এফআইএবি এবং আইএবি’র বোর্ড অফ আর্কিক্টেচারাল এডুকেশন’র চেয়ার অধ্যাপক ড. স্থপতি ফুয়াদ এইচ মল্লিক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
Discussion about this post