নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ২৬৭টি আসন খালি রয়েছে। শূণ্য আসন পূরণে বিশ্ববিদ্যালয় ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে। এ মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ মার্চ সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এই তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ১৩৭১ জন, ‘বি’ ইউনিটে ৫০৩ জন এবং ‘সি’ ইউনিটে ৬৯৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিনটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ১২৫টি, ‘বি’ ইউনিটে ৯৪টি এবং ‘সি’ ইউনিটে ৪৮টি আসন খালি রয়েছে। এ আসন পূরণের লক্ষ্যে ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে । এতে ‘এ’ ইউনিটে ৬০৯৪ থেকে ৭৪৬৫ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ২৮৮৬ থেকে ৩৩৮৯ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ২৩০৮ থেকে ৩০০১ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। আগামী ২২ মার্চ সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তির বিষয়ে নির্বাচন করা হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post