নিজস্ব প্রতিবেদক
চারুকলা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবারের ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার ২০২২’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।
গত রোববার (১৩ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতে অবস্থিত রবীন্দ্র কমপ্লেক্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ভারত-বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের নিয়ে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী লিটারেসি মিশন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শতাব্দী রায় ও কারামন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কাজী আবদুর রশীদ।
এই আন্তর্জাতিক পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক হীরা সোবাহান বলেন, ‘এটি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। কাজের স্বীকৃতির যে কোনো পুরস্কারই একজন শিল্পীকে নবসৃষ্টির প্রেরণা জোগায় বলে আমি মনে করি। এ সম্মাননা প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত ও গর্বিত।’
Discussion about this post