শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ২১ মার্চ সোমবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
শুক্রবার (১৮ মার্চ) আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ২১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে আগ্রণী ব্যাংক ইবি শাখায় নির্ধারিত কোর্স ফি দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসন খালি সাপেক্ষে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুরা আগামী ৩১ মার্চ ভর্তির সুযোগ পাবেন।
জানা যায়, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড,এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে আবেদন করেন বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সকোর্সে ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd থেকে জানা যাবে।
Discussion about this post