নিজস্ব প্রতিবেদক
দেশে এ পর্যন্ত এক কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে এক কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৯০১ জন। সবমিলিয়ে ৩০ লাখ ৯৪ হাজার ৯৭৩ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একদিনে ১৬১ জন শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে এক হাজার ৬৪ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, টিকাদান কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৪১৭ জন মানুষ। আর দুই ডোজ পেয়েছেন ৯ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬৩৩ জন। এ ছাড়া বুস্টার ডোজ পেয়েছেন ৫৭ লাখ ৪২ হাজার ৮০০ জন মানুষ।
সবশেষ ২৪ ঘণ্টায় ১০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। এখন শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় দেশে দু’জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের।
Discussion about this post