নিজস্ব প্রতিবেদক
নবীন শিক্ষার্থীদের র্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে শাবিপ্রবি প্রশাসন। রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এর পরদিন থেকে বিভিন্ন বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। তাই শনিবার (১৯ মার্চ) থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট র্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার সাঁটিয়ে দিয়েছে প্রক্টরিয়াল বডি। অনেক সময় নবীন শিক্ষার্থীদের র্যাগিং করা হলে তারা শিক্ষক বা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে না। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে কর্তৃপক্ষকে জানাতে পারে তাই এ ক্যাম্পেইন।
তবে বিগত চার বছরে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এর মাত্রা এখন প্রায় শূন্যের কোটায় চলে এসেছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছি। র্যাগিং আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমাদের নতুন ছেলেমেয়েরা অনেক স্বপ্ন নিয়ে জীবন গড়তে চায়। ভবিষ্যতে নিজেদের আরও সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা এখানে আসে। কিন্তু প্রথমে এসেই তাদেরকে হোঁচট খেতে হয়। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নিয়েছি। র্যাগিংয়ের কারণে আমরা অনেকগুলো ছেলেকে বহিষ্কার করেছি।র্যাগিং এর বিষয়ে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা বলেন, নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের কেউ র্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে। আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে নিয়মিত টহল দিচ্ছেন। কেউ র্যাগিং বা হয়রানির শিকার হলে ব্যানারে উল্লেখিত প্রক্টরিয়াল বডির ০১৯১১-২৪১৩৮২, ০১৯১১-২৪১৩৮৮ হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে র্যাগিং নিষিদ্ধ। এ বিষয়ে আমাদের শৃঙ্খলা কমিটি সজাগ অবস্থানে রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘র্যাগিং নিষিদ্ধ’ সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে। এরপরও যদি র্যাগিংয়ের মতো কিছু ঘটে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’
জানা যায়, সম্প্রতি নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে র্যাগিংয়ের মতো ঘটনার অভিযোগ পাওয়া গেছে আবাসিক হলগুলোতে। নবীনদের বিশ্ববিদ্যালয়ের ম্যানার শেখানো কিংবা সিনিয়র-জুনিয়র পরিচিত পর্বের নামে চলছে র্যাগিং। এমনকি সালাম না দেওয়া, কিংবা সামান্য কোনো অজুহাতে র্যাগিংয়ের শিকার হচ্ছেন ক্যাম্পাসে সদ্য আসা নবীন শিক্ষার্থীরা। অনেক ক্ষেত্রে মানসিক ও শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
Discussion about this post