শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ জন শিক্ষার্থীকে নানা মেয়াদে সাময়িক বহিস্কার করা হয়েছে। এক থেকে তিন সেমিস্টার মেয়াদে তাদের বহিস্কার করা হয়। এছাড়া ৪ জন শিক্ষার্থীর সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৫৮ তম সভায় বহিস্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, গত ৯ই মার্চ শৃঙ্খলা বোর্ডের আহবায়ক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইমদাদুল হক ও সদস্য সচিব বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ কমিটির ৯ জন সদস্যের উপস্থিতিতে ৫৮ তম সভা অনুষ্ঠিত হয়। এতে বহিস্কার সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১৪ই মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে বহিস্কার সংক্রান্ত সিদ্ধান্তটি পাশ হয়।
সাময়িক বহিস্কারপ্রাপ্ত ১৬ জনের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের ১ জন, সঙ্গীত বিভাগের ১ জন, হিসাব বিজ্ঞান বিভাগের ৪ জন, ইংরেজি বিভাগে ১ জন, ইতিহাস বিভাগে ১ জন (তিন সেমিস্টার বহিস্কার), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ জন, পরিসংখ্যান ৪ জন, রসায়ন বিভাগের ৩ জন।
এদিকে মনোবিজ্ঞান বিভাগের ২ জনের এক সেমিস্টার শাস্তি মওকুফ করা হলেও তাদের এক সেমিস্টারের সকল তত্ত্বীয় পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে ইতিহাস বিভাগের ১ জন ও পরিসংখ্যান বিভাগের ১ জনের অসাধু উপায় অবলম্বন করায় সংশ্লিষ্ট কোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে।
এছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু মুসা আনসারীর বিরুদ্ধে থাকা সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর কারণ হিসেবে জানানো হয়, এই শিক্ষার্থীর আদালত থেকে জামিনে থাকায় ও বাদীর সহিত আপোষনামা সম্পাদন করায়, বাদীর অভিযোগ না থাকায় এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তার আবেদনটি বিবেচনা করে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Discussion about this post