নিজস্ব প্রতিবেদক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন আগামী বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে। এরপর যথারীতি ক্লাস কার্যক্রমও শুরু হবে। রবিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ নির্ধারণ করবে। এছাড়া নবাগত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির সময় এসএসসি ও এইচএসসি অথবা সমমান মূল সার্টিফিকেট ও মার্কশীট সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে নবীনদের ক্লাস শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনো লাইফ সায়েন্স অনুষদে কিছু আসন খালি আছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক জানান, গণবিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ মার্চ ভর্তি নেয়ার পর যত সংখ্যক আসন খালি ছিলো সে অনুযায়ী মেধাতালিকায় থাকা পরবর্তী ভর্তিচ্ছুদের ফোন করে নিশ্চিত হওয়ার পর রবিবার (২০ মার্চ) তাদের ভর্তি হওয়ার কথা থাকলেও কয়েকজন ভর্তি হয়নি।
তবে এই অনুষদের খালি থাকা ১৩টি আসন পরবর্তী মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ফোন করে ডেকে ভর্তি নেয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post