নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮৭ হাজার ৬৯১ জন। শিক্ষার্থী ভর্তির বিবেচনায় কারিগরিতে এনরোলমেন্টের হার ১৭ দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে নারী শিক্ষার্থী ২৬ দশমিক ৩৮ শতাংশ। ২০২০ সালের মধ্যে কারিগরিতে এনরোলমেন্ট ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা থাকলেও সেটা পূরণ হয়নি।
আজ রবিবার (২০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে কারিগরি শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।
এতে জানানো হয়-কারিগরিতে ২০২৫ সালে ২৫ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ, ২০৪১ সালে ৪১ শতাংশ এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা রয়েছে।
অবশ্য এ বছর জানুয়ারিতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সরকার ২০৪১ সালে কারিগরিতে এনরোলমেন্টের হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এদিকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রকাশিত রিপোর্টের তথ্য মতে, ২০১৮ সালে মোট এনরোলমেন্ট ৭৮ লাখ ৬৭ হাজার ৮২৯ জন। যেখানে কারিগরি শিক্ষায় ১২ লাখ ৬২ হাজার ৭৬১ জন অর্থাৎ এনরোলমেন্ট হার ১৬.০৫ শতাংশ। এই হিসেবে চার বছরে এনরোলমেন্ট বেড়েছে এক দশমিক ২০ শতাংশ। এ সময়ে শিক্ষার্থী বেড়েছে এক লাখ ২৪ হাজার ৯০০ জন।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটি কারিগরি বৃত্তি সনদপ্রাপ্ত ব্যক্তিদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Discussion about this post