নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী বিতর্ক কর্মশালা।
মঙ্গলবার (২২ মার্চ) ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগে কর্মশালা শুরু হবে। শেষ হবে আগামী ৩১ মে। এটি সিইউএসডির ১২তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ অ্যান্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান তুষার বলেন, থিমেটিক ক্লাসগুলোতে রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মিডিয়া ইথিকস ও গণতন্ত্র, ক্রিমিনাল, সাইকোলজি, লিডারশিপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস হবে। ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা। বাংলা ও ইংরেজি বিতর্ক বিষয়ক নানা শিক্ষণীয় ক্লাস নেবেন দেশসেরা জাতীয় ও আন্তর্জাতিক বিতার্কিকরা। এছাড়া কর্মশালায় বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি, ব্রেইন স্টর্মিং সেশন এবং গ্রুপ প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতার উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, ওয়ার্কশপের শেষে থাকবে বাংলা বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা।
এসময় সিইউএসডির সিনিয়র সহ-সভাপতি নাফিসা সাদাফ, সাধারণ সম্পাদক ফারহানা যুথী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post