নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ১৪৩ টি আসন শূণ্য রয়েছে। শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ।
খোঁজ নিয়ে জানা যায়, ‘এ’ ইউনিটে ৩০টি, ‘বি’ ইউনিটে ১০২টি এবং ‘সি’ ইউনিটে ১১টি আসন খালি রয়েছে। এ শিক্ষাবর্ষে মোট আসন ১ হাজার ৪০টি। বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ও সি ইউনিটে যথাক্রমে ১০টি ও ১৩টি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ৩০ মার্চের পরও যদি আসন শূণ্য থাকে তাহলে শূণ্য আসন নিয়েই ক্লাস কার্যক্রম চলবে। ৩০ মার্চের পরে আর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না।
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ক্লাস চলছে বিভাগগুলোতে। শুরু হয়েছে ইনকোর্সের কার্যক্রমও।
Discussion about this post