নিজস্ব প্রতিবেদক
এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (২১মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপাচার্য জানান, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাট্যোৎসবে তিনি যথাসময়ে উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং থাকায় আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি।’ অ্যাকাডেমিক কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।’
পরে এ বিষয়ে উপাচার্য আরো বলেন, ‘এটি অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে।
Discussion about this post