নিজস্ব প্রতিবেদক
করোনা মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন অনুদান দেবেন মাদারাসার শিক্ষকসহ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও এর অধীনস্ত অধিদপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। দেশের ক্রান্তিকালে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন তারা। এ প্রেক্ষিতে মাদরাসা শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাদরাসা অধিদপ্তরে পাঠানো নির্দেশ দেয়া হয়েছে সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসা এবং বিএমটিটিআইকে।
রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর জারি করা হয়েছে। আদেশটি সব প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করােনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায় মানুষকে সহায়তা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও আওতাধীন অধিদপ্তর-দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীদের ও সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন আর্থিক সহায়তা হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাই, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সব কর্মকর্তা এবং এর আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (বিএমটিটিআই), সব সরকারি ও বেসরকারি (এমপিওভুক্ত) মাদরাসার সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে আর্থিক অনুদান হিসেবে তাদের এক দিনের বেতন নিমের ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দিতে চিঠিতে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
Discussion about this post