নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন ও গণহত্যার ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর এবং ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর (খুলনা) এর যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপি (২২-৩১ মার্চ ২০২২) মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনী ২২ মার্চ ২০২২ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ১০:৩০ টায় চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর অঙ্কিত কার্টুন প্রদর্শনী বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন কার্টুন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এসব কার্টুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য ১০ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনীর সাফল্য কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে চবি ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হোসেন।
উক্ত প্রদর্শনী আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত সকাল ৯:০০ টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রায় ৫০টি কার্টুন স্থান পেয়েছে।
Discussion about this post