শিক্ষার আলো ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আইভি রহমান ও ডরমেটরী-২ হলের জন্য তিনজন নতুন হল সুপার দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার ( ২২ মার্চ ) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘‘হাবিপ্রবির আইভি রহমান হলের হল সুপার প্রফেসর রোজীনা ইয়াসমিন (লাকী), অর্থনীতি বিভাগের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আদিবা মাহজাবীন নিতুকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছরের জন্য আইভি রহমান হলের হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো।’’
অপর এক অফিস আদেশে বলা হয়, ‘‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার হিসেবে দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. মো. আবু সাঈদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগকে সংশ্লিষ্ট দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে অর্থনীতি বিভাগ প্রফেসর রোজীনা ইয়াসমিন (লাকী)-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছরের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো’’।
পক্ষান্তরে, অন্য এক অফিস আদেশে বলা হয়, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল (ডরমেটরি-২) এর হল সুপার প্রফেসর ড. মো. গোলাম রব্বানী, অর্থনীতি বিভাগ এর কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার প্রফেসর ড. মো. আবু সাঈদ, বায়োকেমিটি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ কে ৩ (তিন) বছরের জন্য তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল (ডরমেটরি-২) এর হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো’’।
ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন হল সুপার সংক্রান্ত বিজ্ঞপ্তি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের নতুন হল সুপার সংক্রান্ত বিজ্ঞপ্তি
আইভী রহমান হলের নতুন হল সুপার সংক্রান্ত বিজ্ঞপ্তি
Discussion about this post