নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সকাল ৯টা থেকে শুরু বেলা ১১টা পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস এবং ১১টা থেকে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস প্রচার করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু বেলা ১১টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এ ছয় শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। সকাল ৯টা থেকে ৯টা ২০মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রিয়ালাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন ক্লাস পুনঃপ্রচার করা হবে।
৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির বাংলা ক্লাস ও ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির ইংরেজি ক্লাস পুনঃপ্রচার করা হবে।
১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির গণিত ক্লাস ও ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণির বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে। আর ১০টা ৪০ মিনিট থেকে ১১টা পর্যন্ত পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস প্রচার করা হবে।
জানা গেছে, সংসদ টিভিতে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা থেকে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হবে। ১১টা ৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির গণিত ও ইংরেজি ক্লাস প্রচার করা হবে।
১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ২৫মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণির গণিত ও ইংরেজি ক্লাস প্রচার করা হবে।
১২টা ২৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।
১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত নবম শ্রেণির বাংলা ও পদার্থ বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।
১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দশম শ্রেণির গণিত ও জীব বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।
শিক্ষার্থীরা সংসদ টিভিতে এসব ক্লাস দেখতে পারবেন। এছাড়া শিক্ষার আলো পত্রিকার ফেসবুক পেজে( shiksharalo.net) ক্লাসগুলো সম্প্রচার করা হবে।
Discussion about this post