শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রোজা পর্যন্ত চলবে। তবে বিভাগ চাইলে ১৮ রোজার পরও শুধু পরীক্ষা নিতে পারবে। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং ক্লাস-পরীক্ষা চলবে। তবে বিভাগ চাইলে এই তারিখের পরও শুধুমাত্র পরীক্ষা নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সালাম নবীনবরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ বরণ করে নিয়েছে এবং ক্লাস শুরু হয়েছে। তাদের কেন্দ্রীয়ভাবে ঈদের পরে বরণ করে নেওয়া হবে। সেশনজট কামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post