নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করেছে। সোমবার (২৮ মার্চ) এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৭১ শতাংশ। বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিলো ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ প্লাস, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ মাইনাস, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী। বিস্তারিত ফলাফল (www.bou.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post