নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র রমজান মাসেও চলবে সরকারি বেসরকারি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাস । আগামী ২৬ এপ্রিল অর্থাৎ ২০তম রমজান পর্যন্ত সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২৯ মার্চ ) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post