শিক্ষার আলো ডেস্ক
ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’এ বাংলাদেশি ২০ লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রকে টিকেট স্পন্সর করবে বিশ্বের তথ্য প্রযুক্তিখাতের অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোফটসহ অন্যান্য আন্তর্জাতিক বৃহৎ কোম্পানীসমূহ।
ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশের ২০ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য টিকেট স্পন্সর করতে যাচ্ছে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা।
২৮ মার্চ সোমবার সোমবার দুপুর দু্ইটায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশানাল হায়ার স্টাডিজ এর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান ও কটলার ইমপ্যাক্ট এর উপদেষ্টা প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
তিনি বলেন, বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ্ব গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে নভেম্বর মাসের ৬ ও ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’। উদ্যোক্তা প্রফেসর ফিলিপ কটলার। এই প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে সফলতার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেটিং সংক্রান্ত অনুষ্ঠান করে আসছে। এর মূল উদ্দেশ্য সারা বিশ্বব্যাপী মার্কেটিং সংক্রান্ত ধারণা দেওয়া, সচেতনতা গড়ে তোলা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কে অবগত করা, যার ফলে দারিদ্র বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধন করা যায়।
নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ আরো বলেন,
আজকের এই প্রেস কনফারেন্সে আমরা আনন্দের সাথে আরো একটি সুখবর জানাতে চাই। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কটলার ইমপ্যাক্ট ইনকোরপোরেটেড যৌথভাবে বিশ্বমানের অ্যাসেনশিয়াল মডার্ন মার্কেটিং বই প্রকাশ এবং কটলার বিজনেস স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ইতোমধ্যে কটলার ইমপেক্ট এবং নর্দান এডুকেশন গ্রুপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব: ) বিএন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post