নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে একুশে পদক পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাবি অণুজীব বিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস যৌথভাবে এই সংবর্ধনা প্রদান করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসের সভাপতি অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গমেজ এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন।
Discussion about this post