শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিচে পাঠকদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান তুলে ধরা হলো—
১। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? ৪ টি
২।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ই ছিল স্বাধীনতার মূল দলিল এইটা কে বলেছিলেন? নেলসন ম্যান্ডেলা
৩।মুজিব বর্ষ ক্ষন গননা শুরু হয় কবে থেকে? ১০ জানুয়ারি, ২০২০
৪।ঢাবি থেকে বঙ্গবন্ধুর বহিষ্কার প্রত্যাহার করা হয় কবে? উত্তরঃ১৪ আগস্ট, ২০১০
৫।জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? উত্তরঃ ২রা মার্চ, ১৯৭১
৬।বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তরঃ রাঙ্গামাটি,নারায়ণগঞ্জ
৭।বঙ্গবন্ধু কে poet of politics ঘোষণা করে? উত্তরঃ নিউজ উইক পত্রিকা ৮।
৮।এম এ হান্নান কোথা থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে? উত্তরঃ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে
৯।স্বাধীন বাংলাদেশের ১ম শিক্ষা কমিশন কোনটি? উত্তরঃকুদরাত ই খোদা কমিশন
১০। সবচেয়ে বেশি গনহত্যা কোথায় হয়? উত্তরঃ চুকনগর
Discussion about this post