শিক্ষার আলো ডেস্ক
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আসাদ শেখ (৫৫) নামে এক ভিক্ষুক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন। গত সোমবার (২১ মার্চ) সকালে উপজেলার মদনপুর ডিএম অধ্যাপক নাসির উদ্দীন দাখিল মাদ্রাসার আট ছাত্র-ছাত্রীর পোশাক বিতরণ করেন তিনি।
মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ শেখের ছেলে আসাদ শেখ। তিনি মানসিক ভারসাম্যহীন। আমার বাড়িতে গত পাঁচ বছর ধরে থাকেন। তার ইচ্ছায় ও ভিক্ষাবৃত্তি করে জমানো টাকায় শিক্ষার্থীদের পোশাক দেন। আমি চাই, তিনি স্বজনদের কাছে ফিরে যান। এ জন্য তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা কোনও সাড়া দেননি।
মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান বলেন, আমাদের এই দাখিল মাদ্রাসা আজও সরকারের সহযোগিতা পায় না। অনেক অবহেলিত এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু ভবন নেই, শিক্ষকদের বেতন নেই, ছাত্র-ছাত্রী থাকতেও এমপিও হচ্ছে না। আমরা দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করছি। তবে সদিচ্ছা থাকলে সমাজের যে কেউ হাত বাড়িয়ে দিতে পারেন। আসাদ শেখ তার উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল বাকী, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা কামরুজ্জামান, ফরিদা পারভীন, অজনা পারভিন, আবুল বাসার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
Discussion about this post