নিজস্ব প্রতিবেদক
আগামী জুন মাসের মধ্যেই ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।
এদিকে, এই ভর্তির আবেদনসহ নানান কার্যক্রমের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণে আগামীকাল সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সঙ্গে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান আগামী জুন মাসের মধ্যেই ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এবারও স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এরপর মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।আগামীকাল সভা হবে আর সেখানে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সবকিছু জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি জুনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে।
Discussion about this post