নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৭ম সমাবর্তন আগামী ৬ এপ্রিল আয়োজন করা হবে। রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সমাবর্তন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড.সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য ড.গনেশ চন্দ্র সাহাসহ প্রমুখ।
সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি ও চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান করবেন শিক্ষামন্ত্রী। এরপর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
Discussion about this post