নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সব পরীক্ষা অব্যাহত থাকবে। বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান, ১লা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার ছুটির সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, ১৪ এপ্রিল ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষ্যে ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে এবং ২৪ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকলেও চলমান পরিক্ষাসমূহ অব্যহত থাকবে।
অফিস ছুটির ব্যাপারে পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রচার করা হবে বলেও এতে জানানো হয়।
এর আগে ছুটির পুনর্বিন্যাস নিয়ে গণমাধ্যমকর্মীদেরকে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এভাবে ছুটি পুনর্বিন্যাস করা হয়েছে।’ তবে বিষয়টিতে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।
Discussion about this post