নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এই বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্ত সিলেবাসে নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ শিক্ষক। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার প্রস্তাবও করেছিলো ইউজিসি। এছাড়া ২০২০ সালে উত্তীর্ণ এইচএসসি শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। সভায় শুধু এবছরের জন্য দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার পক্ষে মত দেন শিক্ষকরা।
এদিকে আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পাস নম্বর ৪০। প্রশ্নের ধরণ হবে এমসিকিউ। এবার ৩টি ইউনিটে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিফট অনুযায়ী, প্রতিদিন গ্রুপ-১ সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২ দুপুর ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা-২টা এবং গ্রুপ-৪ বিকাল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post