নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ভর্তি পরীক্ষা শুরু হবে। রবিবার (১০ এপ্রিল) থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
নার্সিং কলেজের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
এর আগে, গত ১৯ মার্চ থেকে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে ০২ এপ্রিল।
নার্সিং কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার লিংক, নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ওয়েবসাইট এ পাওয়া যাচ্ছে।
Discussion about this post